বাউফলে মিথ্যা মামলার প্রতিবাদে সেচ্ছাসেবকলীগ নেতার সাংবাদিক সম্মেলন

বাউফলে মিথ্যা মামলার প্রতিবাদে সেচ্ছাসেবকলীগ নেতার সাংবাদিক সম্মেলন

মোঃ দেলোয়ার হোসেন ,বাউফল :পটুয়াখালীর বাউফলে ব্যাংক হিসাবের চেক চুরি,মিথ্যা  মামলায় আসামী দিয়ে হয়রানি ও অসত্য, মনগড়া, বানোয়াট তথ্য দিয়ে পুলিশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে উদ্বেগ,বিদ্বেষ ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জসীম উদ্দিন আকন নামের এক ব্যবসায়ী ও সেচ্ছাসেবকলীগ নেতা। আজ রোববার সকাল ১০টায় বাউফর পৌর-আ’লীগের সহযোগী সংগঠনের ৮নং ওয়ার্ড শাখা কার্যালয় (বাংলা বাজার) উপজেলার নাজিরপুর ইউপির ছোটডালিমা গ্রামের মাহাবুব মোল্লা নামের জনৈক ব্যক্তির বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবারের বড় ভাই ও সাবেক সেনা সদস্য শহিদুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,ভুক্তভোগী মো: জসিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে মাহাবুব মোল্লাকে এক সময়ের ব্যবসায়িক পার্টনার দাবী করে জসিম বলেন,বিভিন্ন সময় বিভিন্ন পার্টিকে চেক আদান প্রদান কালে মাহাবুব মোল্লা সু-কৌশলে তার ব্যাংক হিসোবের চেকপাতা চুরি করে সরিয়ে রাখে। চেক পাতা চুরি হওয়ায় জসিম উদ্দিন ঢাকা যাত্রাবাড়ি থানায় একটি সাধারন ডায়েরি করেন। গত ২২ ডিসেম্বর-২০১৯ সনে তাদের উভয়ের মানিত শালিশদের মধ্যস্থতায় সকল হিসেব-নিকাশ করে তারা ব্যবসায়ী থেকে আলাদা হয়ে যায়। শালিশ বৈঠকের ৪ মাস পর চুরি হওয়া চেক পাতা দিয়ে তার বিরুদ্ধে ৫১ লাখ টাকা দাবী করে মামলা করে মাহাবুব। এর পর থেকে ঢাকা ছেড়ে এলাকায় আসে মাহাবুব।  এলাকায় অপকর্মের জন্য গত ২৫ জানুয়ারি-২০২০ ইং তারিখে মাহাবুব কে বা কাহার দ্বারা হামলার শিকার হন। তা তিনি জানেন না। হামলার ঘটনায় মাহাবুবের স্ত্রী বাদী জসিমকে প্রধান আসামী করে বাউফল থানায় মামলা দায়ের করেন । জসিম আরো বলেন, জেলা বিজ্ঞ জজ সাহেবের নির্দেশে আমার অনুপস্থিতিতে  মোবাইল কল লিস্ট আদারতে উপস্থাপন করা হয়। তিনি ঘটনার দিন ঢাকাতে অবস্থান করা এবং এহেন ঘটনার সাথে সম্পৃক্ত না থাকায় মামলার তিনজন তদন্ত কর্মকর্তা দীর্ঘ দিন তদন্ত করার পর সম্পৃক্ততা না পেয়ে তাকে মামলা হতে অব্যহতি দেন । মিথ্যা মামলা দিয়ে ফাঁসনোর চেষ্টা ব্যর্থ হয়ে মাহাবুব মোল্লা সাংবাদিক সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে বদনাম রটিয়ে তাদেরকে বিপাকে ফেলার চেষ্টা করছে।
জসিম মাহাবুব মোল্লার এমন জঘন্য কর্মকান্ড এবং মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে জনমনে বিভ্রান্ত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক মিজানুর রহমান,ইউনিয়ন যুবলীগের সভাপতি নাসির উদ্দিন মূধা,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম রাকিব ও চাচা ইউনুচ আকন প্রমুখ ।